ঢাকা: হরতালের সময় তাঁর বাসায় হামলা চালিয়ে র্যাব-পুলিশের সদস্যরা মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
র্যাব ও পুলিশ সদস্যরা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও মালামাল তছনছ করে বলে অভিযোগ এনে আফরোজা আব্বাস বলেন, তার পরিবারের সদস্য ও কর্মচারীরা হামলার শিকার হয়েছেন।
রবিবার বিকেলে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাসকে আটক করার প্রতিবাদে বিকেলে শান্তিপূর্ণ মিছিল বের করা হলে পুলিশ ও র্যাব মিছিলকারীদের ওপর হামলা চালায়।
এ আচরণকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ’আচরণের চেয়েও জঘন্য’ আখ্যায়িত করে র্যাব ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, র্যাব ও পুলিশের হাতে ৫০ থেকে ৬০ জন আহত এবং ৭০ থেকে ৮০ জন আটক হয়েছে’।
বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমএএম/এমএইচজেড/এসআই/এফএ/জেএম