ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা আব্বাসের স্ত্রীর অভিযোগ : র‌্যাব-পুলিশ সেলফোন ও নথি চুরি করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা:  হরতালের সময় তাঁর বাসায় হামলা চালিয়ে র‌্যাব-পুলিশের সদস্যরা মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

র‌্যাব ও পুলিশ সদস্যরা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও মালামাল তছনছ করে বলে অভিযোগ এনে আফরোজা আব্বাস বলেন, তার পরিবারের সদস্য ও কর্মচারীরা হামলার শিকার হয়েছেন।

হামলা থেকে মির্জা আব্বাসের মা কমলা খাতুন (৮৬) পর্যন্ত রক্ষা পাননি।

রবিবার বিকেলে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাসকে  আটক করার প্রতিবাদে বিকেলে শান্তিপূর্ণ মিছিল বের করা  হলে পুলিশ ও র‌্যাব মিছিলকারীদের ওপর হামলা চালায়।

এ আচরণকে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ’আচরণের চেয়েও জঘন্য’ আখ্যায়িত করে র‌্যাব ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরাও হামলায় অংশ নেয়  বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, র‌্যাব ও পুলিশের হাতে ৫০ থেকে ৬০ জন আহত এবং ৭০ থেকে ৮০ জন আটক হয়েছে’।

বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমএএম/এমএইচজেড/এসআই/এফএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ