ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়: এসএম কামাল

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়: এসএম কামাল

নবাবগঞ্জ (ঢাকা): বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, যারা জঙ্গিবাদ তৈরি করেছিল, যারা ক্ষমতায় থাকাকালীন ৬৪ জেলায় একসঙ্গে বোমা ফাটিয়ে ছিল, যাদের সময় দেশে সন্ত্রাসে ছেয়ে গিয়েছিল সেই বিএনপি আন্দোলনের নামে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়।

শনিবার (১১ মার্চ) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।  

কামাল হোসেন বলেন, আন্দোলনের নামে আবার যদি গানপাউডার আর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় তাহলে আওয়ামী লীগ ছেড়ে দেবে না। লাঠির বদলে লাঠি ব্যবহার করা হবে।

২০০১ সাল থেকে ২০০৬ সালে দোহার নবাবগঞ্জের মানুষ কেমন ছিলেন? সারা বাংলাদেশের মানুষ ভোগান্তিতে ছিলেন। রাষ্ট্রকে সন্ত্রাসী জনপথে পরিণত করেছিল বিএনপি।  

বিএনপি আন্দোলন করছেন শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। কেন? শেখ হাসিনার অপরাধ কি? শেখ হাসিনার অপরাধ তিনি বাবার মতো দেশকে ভালবাসেন। বিএনপির আমলে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি সেই তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রকে শেখ হাসিনা দেশকে উন্নতিশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বিদেশিরা শেখ হাসিনার প্রসংশা করেন। শেখ হাসিনা থাকলে দেশের মানুষ বয়স্কভাতা পায়, মুক্তিযোদ্ধারা ভাতা পায়, বিধবা ভাতা পায়। শেখ হাসিনা থাকলে ছাত্রছাত্রীরা বছেরর প্রথম দিন বই পায়। শেখ হাসিনা থাকলে দেশের মানুষ সুযোগ সুবিধা পায়।  

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আ.লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ কৃষকলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  মমতাজ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ।

রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন নাই বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।