ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্ব দিচ্ছে: মির্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্ব দিচ্ছে: মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম

জামালপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চায় দেশকে পিছিয়ে দিতে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।

রোববার (১৯ মার্চ) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় এসএম সিনিয়র মাদরাসা মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলা শান্তি কমিটির নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি ভারতে পালিয়ে যান।

মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সাবেক সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।