ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে যাবে বিএনপির তিন সদস্যের দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, অক্টোবর ১৫, ২০২৫
ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে যাবে বিএনপির তিন সদস্যের দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংলাপে যোগ দেবে।

এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে করেছেন।

৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করার কথা। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ নিয়ে ঐকমত্য কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। কোনো কোনো দল সনদে সই করার আগেই ঐকমত্য কমিশনের সুপারিশ দেখতে চায়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে ‘সাংবিধানিক আদেশ’ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে তারা সনদে সই করবে না।

আরেকটি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এসবিডব্লিউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ