ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি: মোশাররফ হোসেন 

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, মার্চ ১৯, ২০২৩
আ.লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জি: মোশাররফ হোসেন 

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের সংসদীয় বোর্ডের সদস্য করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয় এ সংসদীয় বোর্ড।

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংসদীয় বোর্ডের সভাপতি।

রোববার (১৯ মার্চ) আওয়ামী লীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে  আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।