ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন খলিলুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন খলিলুর রহমান মো. খলিলুর রহমান খলিল। 

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলিল।  

শনিবার (২৫ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের মো. খলিলুর রহমান খলিলকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

মো. খলিলুর রহমান খলিল ছাত্র জীবনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সহ সভাপতি ছিলেন। পরবর্তীতে দীর্ঘ দিন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

গেল ১৮ জানুয়ারি ২০২৩ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব মো. খলিলুর রহমান জাতীয় পার্টি চেয়ারম্যানর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।