ঢাকা: হরতাল চলাকালে নেতাকর্মীদের ওপর হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে এবং বন্দিদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি।
রোববার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রাজধানীর মুক্তাঙ্গনে বিকালে সমাবেশ হবে। এছাড়া জেলায় জেলায় করা হবে বিােভ সমাবেশ।
সারাদেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও হামলা-মামলার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছি। কিন্তু সরকার আমাদের ওপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নির্যাতন চালিয়েছে। সরকারের এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। ’
এ সময় তিনি মির্জা আব্বাসের বাড়িতে হামলার নিন্দা জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন পাহাড় সমান উঁচু। এ কারণে জনগণ হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার মাধ্যমে সরকারের এ সব অপকর্মের জবাব দিয়েছে। ’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় থেকে তাদের বোঝা উচিত ছিল, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ’
জনগণ হরতালের পক্ষে রায় দিয়ে সরকারবিরোধী অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বলেও দেলোয়ার মন্তব্য করেন।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, ‘জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে গণতন্ত্রের দিকে ফিরে আসুন এতে দেশ ও জনগণ উপকৃত হবে। ’
হরতালে অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি দেশবাসীকে অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জাম দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৭, ২০১০
এমএম/এজেড/কেএল/এমএমকে