ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: গতকাল রোববার হরতাল চলাকালে নেতাকর্মীদের ওপর হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়াদের মুক্তির দাবিতে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে প্রধান বিরোধীদল বিএনপি।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর মুক্তাঙ্গনে বিকালে সমাবেশ হবে।

এছাড়া জেলায় জেলায় করা হবে বিক্ষোভ সমাবেশ।

রোববার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে রোববার স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এ অভিনন্দন জানান।

সভায় খালেদা জিয়া আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এমএম/এসএফ/কেএল/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ