ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান আউয়াল গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান আউয়াল গ্রেপ্তার  আব্দুল আউয়াল

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার আউয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ নূরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল আওয়ালের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।