ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আ.লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
খাগড়াছড়িতে আ.লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন

খাগড়াছড়ি: রোড টু স্মার্ট বাংলাদেশের আওতায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে ওই কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা কল্যাণ মিত্র বড়ুয়া, কংজরী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এখন থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।