ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সংবাদ সম্মেলন শেষেই লালমনিরহাটে জনসভার অনুমতি পেল বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
সংবাদ সম্মেলন শেষেই লালমনিরহাটে জনসভার অনুমতি পেল বিএনপি

লালমনিরহাট: সংবাদ সম্মেলন শেষ করতে না করতেই জনসভা করার অনুমতি পেয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বিএনপির অস্থায়ী কার্যলয়ে ‘হামার বাড়ি’ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২০ মে) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

দলের মহাসচিবের এ জনসভাকে ঘিরে পুরো রংপুর বিভাগ জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জনসভার জন্য অনুমতি চেয়ে গত ১৪ মে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে অনুমতিপত্র নিতে জেলা প্রশাসকের কাছে গেলে জনসভার অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন ডাকে জেলা বিএনপি।

ঘোষণা অনুযায়ী, বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ের হামার বাড়ি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শুরু হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে জনসভার অনুমতিপত্র নিতে ডাকা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন স্বাক্ষরিত এ অনুমতিপত্রে পাঁচটি শর্তে জনসভার অনুমতি পায় বিএনপি।

ফলে আগামী ২০ মে দুপুর ২টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জনসভা করতে আর কোনো বাধা থাকল না দলটির।  

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলী, ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিমনসহ জেলা বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।