ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণই আ.লীগের নেতাদের পালাতে দেবে না: রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০২৩
জনগণই আ.লীগের নেতাদের পালাতে দেবে না: রুমিন ফারহানা

লালমনিরহাট: বিএনপির সহ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের নেতারা দুর্নীতি আর লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করে সেকেন্ড হোম করেছেন। তারা ভেবেছেন ক্ষমতা চলে গেলে বিদেশে গিয়ে আলিশান জীবনযাপন করবেন।

সেই স্বপ্ন আপনাদের কখনই পূরণ হবে না। দেশের মানুষ আপনাদের পালাতে দেবেন না। আপনাদের প্রতিটি অন্যায়ের বিচার এ দেশের মাটিতেই হবে।

শনিবার (২০ মে) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, হালুয়া খাওয়া কিছু নেতারা ছাড়া আওয়ামী লীগে এখন কেউ নেই। বিএনপিকে লাগবে না, দেশের জনগণই আপনাদের (আওয়ামী লীগ) ক্ষমতাচ্যুত করবে। জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবে।

তিনি বলেন, এ লুটেরা হাসিনা সরকার জানে তাদের বিদায় ঘণ্টা বেজেছে। তাই তারা বিদেশে যায়, আমেরিকায় যায়, লন্ডনে যায়। দ্বিপাক্ষিক আলোচনার কথা বলে। কোন লাভ হবে না। ২০২৪ সাল ২০১৮ নয়। সতর্ক হোন। দিনের ভোট রাতে করার সুযোগ পাবেন না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশনেত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তি, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।