ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবদলের বিক্ষোভ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ফেনীতে যুবদলের বিক্ষোভ, আটক ২

ফেনী: দলের দুই নেতার মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এ মিছিল থেকে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে শুরু হয়। পরে পুলিশি বাধা পেয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে দুইজন আটকের সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটক একজনের নাম জামাল আরেকজনের নাম রহিম।  

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে। মিছিল থেকে অন্যায়ভাবে নেতাকর্মীদের আটক করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।  

মিছিলটির নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। মিছিলের অগ্রভাগে ছিলেন ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজুমদার রশিদ, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

মিছিল থেকে রফিকুল আলম মজনু ও নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।