ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের একটি  বৈঠক হয়েছে। বুধবার (৭ জুন) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক হয়।

প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওয়াবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

এর আগে মঙ্গলবার (৬ জুন) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ৭, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।