ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এক দফার আন্দোলনে ভীত হয়ে আ.লীগ নেতারা অপপ্রচার করছেন: প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এক দফার আন্দোলনে ভীত হয়ে আ.লীগ নেতারা অপপ্রচার করছেন: প্রিন্স

ময়মনসিংহ: বিএনপি ঘোষিত এক দফার আন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, চলমান এক দফার আন্দোলন জনপ্রত্যাশা অনুযায়ী ঘোষিত হওয়ায় জনগণই এ আন্দোলন এগিয়ে নিয়ে চলেছে।

ফলে এক দফা আন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ নেতারা অপপ্রচার করছেন। কারণ তারা বিচলিত ও আতঙ্কিত। আওয়ামী লীগ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণ করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার থেকে আলোর পথে দেশকে নিয়ে আসতে এবং জনগণ ও গণতন্ত্রের মুক্তির জন্যই বিএনপির এক দফা আন্দোলন।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পূর্বঘোষিত বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।    

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতির সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ বিদেশিদের আনুকূল্যে রাজনীতি করে, বিএনপি নয়। বিদেশে বিএনপির বন্ধু আছে, প্রভু নেই। বিএনপির রাজনীতি বিদেশ নির্ভর নয় বরং বিএনপি জনগণের রাজনীতি করে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নেই বলেই বিদেশি বন্ধুরা বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কাজ করছেন।

আমেরিকার ভিসানীতি সরকারের বিরুদ্ধে দাবি করে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার আগে ভিসানীতিকে স্বাগত জানালেও এখন বিরোধিতা করছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। সেজন্য জনগণ তাদের বর্জন ও প্রত্যাখ্যান করে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি যেনতেনভাবে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকারে যেতে চায়। কিন্তু জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে জনগণ আর তা হতে দেবে না।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা অধ্যাপক আজহারুল হক, হাবিবুর রহমান হাবিব, আবদুল কুদ্দুছ, আবদুল ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাসুম উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য রাজু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন লিটন, মিজানুর রহমান মানিক, ওলামা দলের মাওলানা ওবায়দুল হক, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।