ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা আওয়ামী লীগের ব্যানারে সবাই পুরুষ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
মহিলা আওয়ামী লীগের ব্যানারে সবাই পুরুষ!

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন কর্মসূচির একটি ব্যানার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস চলছে। কর্মসূচিটি মহিলা আওয়ামী লীগের ব্যানার আয়োজিত হলেও সেই ব্যানারের পেছনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পুরুষ নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হন।

বুধবার (১৯জুলাই) সকালে সহিংসতার প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে জেলা আওয়ামী লীগ। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রার সামনের ব্যানারটি জেলা মহিলা আওয়ামী লীগের হলেও এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পুরুষ নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ব্যানারসহ শোভাযাত্রার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছবিটি নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন।

তবে বিষয়টি ভুলবশত হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, জেলা উপজেলা থেকে কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা নিজ নিজ ব্যানার নিয়ে আসেন। শোভাযাত্রায় জেলা আওামী লীগের ব্যানারটি পেছনে এবং ভুলবশত মহিলা আওয়ামী লীগের ব্যানারটি সামনে চলে আসায় এমনটি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।