ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কালিহাতীতে বজ্রপাতে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
কালিহাতীতে বজ্রপাতে আ.লীগ নেতার মৃত্যু রমজান আলী

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারান্দিয়া টিআরকেনএন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য।  

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।