ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আগারগাঁও মাঠে সমাবেশ করবে আ. লীগের ৩ সংগঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
আগারগাঁও মাঠে সমাবেশ করবে আ. লীগের ৩ সংগঠন ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি না দেওয়ায় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত সমাবেশ করার সিদ্ধান্ত আওয়ামী লীগের তিন সংগঠনের।

বুধবার (২৬ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে  বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন।

শান্তি সমাবেশ করতে স্থানটি পরিদর্শনে যাচ্ছে একটি প্রতিনিধিদল।

ছাত্রলীগের এ নেতা বলেন, ঢাবি জিমনেসিয়াম মাঠ নয়, এখন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করা হবে। একটি প্রতিনিধিদল সেখানে পরিদর্শনে যাচ্ছে।

এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কিন্তু সেখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।