ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগের ৩ সংগঠনের সমাবেশও পিছিয়ে শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
আ. লীগের ৩ সংগঠনের সমাবেশও পিছিয়ে শুক্রবার

ঢাকা: আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বৃহস্পতিবারের (২৭ জুলাই) সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে রাতে, আওয়ামী লীগের তিন সংগঠন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নেয়। মাঠটি পরিদর্শনেও যায় একটি প্রতিনিধিদল। কিন্তু মাঠ পছন্দ হয়নি।  

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগের তিন সংগঠন।  

কিন্তু সেখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। সেখানেও মেলেনি অনুমতি।

এদিকে বিএনপি শুক্রবার দুপুর ২টায় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। বুধবার রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩ 
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।