ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির অত্যাচার থেকে রক্ষায় আমাদের সমাবেশ: নিখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
বিএনপির অত্যাচার থেকে রক্ষায় আমাদের সমাবেশ: নিখিল

ঢাকা: শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ বিএনপির দেখাদেখি নয় বরং দলটির অন্যায় অত্যাচার জুলুম থেকে রক্ষার জন্য সমাবেশ করা হচ্ছে। এ কথা বলেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের সম্মেলন কক্ষে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) তিন সংগঠনের যৌথ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিখিল বলেন, বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। দেশের ষড়যন্ত্রকারী দল। শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এ সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ডল নামবে ঢাকায়।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হামলায় ১০ জন প্রাণ দিয়েছে জানিয়ে নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগ বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।