ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৫ নেতাকর্মী আটকের দাবি নারায়ণগঞ্জ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
১৫ নেতাকর্মী আটকের দাবি নারায়ণগঞ্জ বিএনপির

নারায়ণগঞ্জ: মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলার দলীয় নেতারা৷ এখন পর্যন্ত বিএনপির ১৫ জন নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে এ দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তিনি বলেন, শুক্রবারের মহাসমাবেশকে ঘিরে আতঙ্কিত সরকার ও তাদের আজ্ঞাবহ প্রশাসন কর্তৃক বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে।

আটককৃতকরা বিএনপির নেতাকর্মীরা হলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোলায়মান, আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়ন যুবদলের সদস্য মো. শাজাহান, মো: বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম মাস্টার, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খন্দকার হুমায়ুন কবির, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম চৌধুরী কমল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভুঁইয়া, সোনারগাঁও পৌর তাঁতীদলের সভাপতি ডা. মো. আলী আকবর, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খন্দকার হুমায়ন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি মো. শহীদুল্লাহ, সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ডালিম সিকদার, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মো হারুন মিয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদল নেতা মো. রবিউল ইসলাম।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিনা অপরাধে কাউকে আটক করার কোনো তথ্য নেই বা এরকম কোনো অভিযান চলছে না।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।