ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের জরুরি নির্দেশনায় যা বলেছে ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
নেতাকর্মীদের জরুরি নির্দেশনায় যা বলেছে ছাত্রলীগ

ঢাকা: আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

এতে বলা হয়, শুক্রবার (২৮ জুলাই) ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ‘শান্তি সমাবেশ’কে সুষ্ঠু-সুন্দর-সফল করতে নিম্নোক্ত জরুরি সাংগঠনিক নির্দেশনাবলি দেওয়া হলো-

সব ইউনিটকে অবশ্যই দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যেই সমাবেশস্থলে (বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে জিরো পয়েন্ট) পৌঁছাতে হবে। প্রতিটি সাংগঠনিক ইউনিট শুধুমাত্র একটি ব্যানার নিয়ে আসবে। কোনো প্রকার ব্যক্তিগত ব্যানার তৈরি/ব্যবহার/বহন করা যাবে না। সমাবেশস্থলে পৌঁছানো মাত্রই ব্যানার নামিয়ে ফেলতে হবে। সর্বদা সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলে অবস্থান করতে হবে।

ছাত্রলীগ অংশগ্রহণকারী সব ইউনিটকে যেকোনো অবস্থায় যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে ‘শান্তি সমাবেশ’কে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ