ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পুরানা পল্টনে চলছে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
পুরানা পল্টনে চলছে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সমাবেশে বক্তারা বলেন, দেশ ১৯৭১ সালে ও স্বাধীন হলেও মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে না। স্বাধীনভাবে কথা বলতে পারে না। আমরা চাই এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন জাতীয় সরকারের অধীনে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ