ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহাসমাবেশকে মহোৎসবে রূপান্তর করতে চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
মহাসমাবেশকে মহোৎসবে রূপান্তর করতে চায় বিএনপি

ঢাকা: কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। তাই দলটির নেতাকর্মীরা শুক্রবারের (২৮ জুলাই) মহাসমাবেশকে মহোৎসবে রূপান্তর করতে চান।

নয়া পল্টনে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের আয়োজন হচ্ছে। নেতাকর্মীরা দলে দলে সেখানে আসতে শুরু করেছেন। দুপুর দুইটার দিকে শুরু হবে বিএনপির এ মহাসমাবেশ।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত বিভিন্ন শ্রেণির নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে বাংলানিউজ। মহাসমাবেশ সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে নেতারা বলেন, আজকের দিনের মহাসমাবেশকে মহোৎসবে রূপান্তর করতে আমরা প্রত্যয়ী। আমাদের এক দাবি, সরকারের পতন, শেখ হাসিনার পদত্যাগ।

বৃহস্পতিবার রাত থেকে অনেক নেতাকর্মী নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। ভোর হতে শুরু করলে দলে দলে আসতে শুরু করেন আরও নেতাকর্মী। সকাল ১০টা নাগাদ ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত নেতারাকর্মীরা সড়কের দুই পাশ দখলে নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এতে ওই এলাকার সড়কগুলো কার্যত বন্ধ হয়ে যায়। পুরোপুরি বন্ধ হয় যান চলাচল।

এছাড়া পল্টন ও এর আশপাশের এলাকায় খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে জমিয়ে তুলেছেন বিএনপির কর্মী-সমর্থকরা। অনেক নেতাকর্মী বিভিন্ন বাধা পেরিয়ে সমাবেশে যোগ দিতে আসছেন বলেও জানান অনেকে।

সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সমাবেশের মঞ্চ থেকে জাতীয়তাবাদ সাংস্কৃতিক দলের আয়োজনে দেশাত্মবোধক ও দলীয় গান পরিবেশন করা হচ্ছে। গানের তালেতালে বিএনপির নেতাকর্মীও উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশের রাজনীতিতে একটি সুষ্ঠু সমাধান চান তারা। এও মনে করেন, বর্তমান সরকার পদত্যাগ করলেই সমাধান আসবে। সরকার ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত তারা দলের সব কর্মসূচিতে সক্রিয় অংশ নেবেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঙ্গে কথা হয় বাংলানিউজের। এ সময় শুধুমাত্র চান্দিনা থেকেই ৭ হাজার নেতাকর্মী নিয়ে এসেছেন বলে দাবি করেন তিনি। বলেন, আমরা নেতাকর্মীরা ৪০টি বাস ও আটটি হায়েস গাড়ি নিয়ে রাত দুইটায় রওনা দিয়ে ভোরে পল্টনে এসেছি।

কর্মসূচি একদিন পিছিয়ে যাওয়া কর্মীরা আরও চাঙা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের আচরণে প্রমাণ হয় তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা সংঘাতের দিকে যেতে চাই না। আমরা চাই শান্তি। আমরা চাই এই সরকার দেশ ও দেশের জনগণের স্বার্থে আমাদের দাবি মেনে নেবে। আমরা চাই আমাদের এ সমাবেশ যেন উৎসবে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।