ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শ্যামলীতে বাসে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
শ্যামলীতে বাসে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা: রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিজের মোটরসাইকেল ভাঙচুরের শিকার এক ব্যক্তি।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙচুর ও আগুনের শিকার হওয়া বাসটি ওয়েলকাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১৩-০৬৩৮)।

এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার হওয়া একটি মোটরসাইকেলের মালিক কামাল হোসেন বলেন, বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।

এসিআই ফার্মাসিটিক্যালে কর্মরত কামাল হোসেন বাংলানিউজকে বলেন, শ্যামলী বাসস্ট্যান্ড থেকে শিশুমেলার দিকে বিএনপির একটা মিছিল আসে দুই-তিনশো লোকের। শিশুমেলার ওই পাড় থেকে হঠাৎ রাস্তা পাড় হয়ে তারা বাস ভাঙচুর শুরু করে আর আগুন দেয়। তখন আমার মোটরসাইকেলটাও ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শী হকার পারভেজ বলেন, হঠাৎ করেই বিএনপির এক-দেড়শো মানুষের একটি মিছিল থেকে বাস ভাঙচুরের পরে তাতে আগুন ধরিয়ে দেয়। একটা মোটরসাইকেল ও প্রাইভেটকারও ভাঙচুর করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।