ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে যা বললেন ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে যা বললেন ফখরুল

ঢাকা: বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি শোডাউন ও কর্মসূচিকে ঘিরে শনিবার (২৯ জুলাই) দিনভর উত্তপ্ত ছিল রাজধানী ঢাকা।

গাবতলী, মাতুয়াইল, ধোলাইপাড় ও উত্তরাসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটেছে।

 

এসব ঘটনার সময়ই মাতুয়াইল, শ্যামলী ও আশুলিয়ায় বাস পোড়ানোর ঘটনা ঘটেছে।  

বিএনপির কর্মীরা বাসে আগুন দিয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন রেখেছেন, আজ সহিংসতার ঘটনার পর বিএনপি আবারও সেই অগ্নিসন্ত্রাসে ফিরে যাচ্ছে? 

এ বিষয়ে বিএনপি মহাসচিবের দাবি আওয়ামী লীগের কর্মীরা এসব অপরাধ ঘটিয়ে বিএনপির কাঁধে দোষ চাপানোর অপচেষ্টা চালিয়েছে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, আমরা জানতে পেরেছি মাতুয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমগুলোতে সুস্পষ্ট বর্ণনা করা আছে যে, পুলিশের সামনেই এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া ব্যক্তিরা পুলিশের সামনে ভিডিও করে নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে যায়। আর কারা এটি করতে পারে এর জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপর দোষ অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবারো পরামর্শ দিচ্ছি।

রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪৯ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।