ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফাইল ফটো

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রোববার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল হক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানকে প্রধান আসামি করে ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা প্রদান, অন্যায়ভাবে বল প্রয়োগ, পুলিশকে আঘাত করে হত্যার উদ্দেশে সাধারণ ও গুরুতর জখম করত বিস্ফোরণ ঘটানো ও হুকুম প্রদানের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।