ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

শ্রমিক দলের সদস্য সচিব সবুজকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
শ্রমিক দলের সদস্য সচিব সবুজকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

ঢাকা: জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।  

সোমবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বিএনপির এ জ্যেষ্ঠ নেতার পাঠানো বিবৃতিতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর শান্তিনগর মোড় থেকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে একটি মাইক্রোবাসে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে।  

রিজভী বলেন, অবিলম্বে মুন্সী বদরুল আলম সবুজের নিঃশর্ত মুক্তির দাবি জানাই। একইসঙ্গে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই। অন্যথায় সবুজের কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।