ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে রূপগঞ্জে যুবদলের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
রাতে রূপগঞ্জে যুবদলের মশাল মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) দিবাগত রাতে ঢাকা সিলেট মহাসড়কে এ মশাল মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সভাপতি ওমর হোসেনের নেতৃত্বে মশাল মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, এ রায়ের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে আদালতকে ব্যবহার করে এ ধরনের রায় দিয়েছে। অচিরেই এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে—এই ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে বিএনপির আন্দোলন দমাতে চায় সরকার। চলমান এই আন্দোলনে উপজেলা যুবদল সব সময়ের মতো রাজপথে থাকবে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।