ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের মিছিল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণমিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণমিছিল করে দলটি।

গণমিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দিনের ভোট আর রাতে হবে না। আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে যদি পাশ করেন, আপনাদের স্বাগত জানিয়ে রাজপথ থেকে বিদায় নেব।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করেন। কে সরকারের এলো, কে গেলো সেটা আপনাদের দেখার দরকার নেই। যারা ভালো কাজ করছেন তারা পুরস্কার পাবেন। যারা দলীয় লেজুড়বৃত্তি করছেন তাদের শাস্তির আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসসি/ এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।