ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

উত্তর বিএনপির গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
উত্তর বিএনপির গণমিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ঢাকা: যুগপৎ আন্দোলনের একদফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান-১ থেকে মহাখালী বাস টার্মিনালে গণমিছিলে অংশ নিতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

এ সময় মিছিলকে কেন্দ্র করে গুলশান-১ এলাকায় ব্যাপক লোক সমাগম তৈরি হয়েছে।

 

শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার পর থেকে উত্তর বিএনপির কেন্দ্রীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুর দুইটা থেকে গণমিছিল যাত্রা করার কথা থাকলেও এখনও যাত্রা শুরু হয়।  

এ সময় দেখা যায়, নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিচ্ছে। মিছিলে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এতে মিছিল শুরুর স্থানটি তাদের বিভিন্ন স্লোগানে সরব হয়ে উঠে। এতে বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা, উত্তর বিএনপির নেতারা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জুম্মার নামাজের পর থেকেই মিছিল শুরুর স্থানে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।