ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

দুদুর দাবি: বিএনপি আসবে সরকারে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
দুদুর দাবি: বিএনপি আসবে সরকারে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া

রাজশাহী: দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী।

এমনটা আশা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রাজশাহীতে শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি তার এমন আশার কথা জানান।

দুদু বলেন, আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছি। সামনে সুখবর আছে। এর পরের সরকার হবে বিএনপির সরকার, এর পরের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া।

সরকারের তীব্র সমালোচনা করে দুদু বলেন, এবার এই দানব সরকারের বিদায় দিয়েই আমরা ঘরে ফিরব। এই সরকার বিরোধীদের বাধা দেয়। আর দলীয় কর্মসূচি বাস্তবায়নের সময় বাস-ট্রেন ফ্রি করে দেয়, শাড়ি ধরিয়ে দেয়। কিন্তু এরপরও সমর্থক পাচ্ছে না আওয়ামী লীগ।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন টিটু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও করেন শামসুজ্জামান দুদু।

এদিন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজশাহীতে গণমিছিল করে রাজশাহী বিএনপি। এর আগে মহানগরীর ভুবন মোহন পার্কে বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দুলু এ সময় গ্রেপ্তার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। তা না করা হলে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙে নেতাকর্মীদের বের করে নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অন্যান্যের মধ্যে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলা মহানগরের নেতারা বক্তব্য দেন।

পরে মহানগরীর ভুবন মোহনপার্ক থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি সোনাদীঘির মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট দিয়ে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাণীবাজারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।