ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাটোর-৪ উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
নাটোর-৪ উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার

ঢাকা: নাটোর-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।  

এদিন সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

 

ফরম বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

নির্বাচন কমিশন বলছে, নাটোর-৪ আসনের উপনির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, ১৮ বাছাই, ভোটগ্রহণ ১১ অক্টোবর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গেল ৩০ আগস্ট মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময় ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।