ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে অব্যাহতির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ঢাকা দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে অব্যাহতির সিদ্ধান্ত রিয়াজউদ্দিন রিয়াজ

ঢাকা: আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।



মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ওই নোটিশ দেওয়া হবে।

জানা গেছে, রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ছিলেন রিয়াজউদ্দিন রিয়াজ। তার বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর
তিনি ওই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসকে/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।