ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

বরিশাল: বরিশাল জেলার গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জাকির হোসেন বাচ্চু সিকদারকে (৪২) হাতুড়ি দিয়ে পিটিয়ে এক হাত ও দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় বুধবার দিবাগত মধ্য রাতে আহত যুবদল নেতাকে বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আহত যুবদল নেতা অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় পৌর কাঁচাবাজারে ছাত্রলীগ-যুবলীগের ১৫/২০ জন নেতাকমীরা লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাম হাত ও দুই পা ভেঙে দেয়।

আহত যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম অভিযোগ করে বলেন, চার মাস আগওে একবার হামলা চালিয়ে বাচ্চুর একটি পা ভেঙে দিয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।