ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল 

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা বিএনপি।  

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফেনী বড় বাজারস্থ বিএনপির ফেনী জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, সদস্য এনামুল হক, সাইফুর রহমান রতন, মনজুর হোসেন বাবর, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তপন কর, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাপ চেয়ারম্যান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।  

উপস্থিত ছিলেন বিএনপি ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা ধারণা করছি, সরকার তাকে হত্যা করতে তার শরীরে কোনো ধরনের বিষ দিয়েছে, যা বিদেশে চিকিৎসা নিতে গেলে মানুষ জেনে যাবে। এ আতঙ্কে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নাম-নিশানা রাখা হবে না।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।