ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাবতলীতে একদফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
গাবতলীতে একদফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু

ঢাকা: শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা দাবিতে সমাবেশ শুরু করেছে  ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাবতলী এস এ খালেক প্রোপার্টি চত্বরের সামনে সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

সভার সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।  

এদিকে ‘একদফা’ দাবির সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

অন্যদিকে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে সমাবেশ করবে দলটি। প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে রাজধানীতে।

এর মধ্যে বিএনপির শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচা হাই স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।