ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াতের তামাশা দেখছি, কঠিন জবাব দেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
‘বিএনপি-জামায়াতের তামাশা দেখছি, কঠিন জবাব দেওয়া হবে’ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন,  আমরা বিএনপি-জামায়াতের অপশক্তির তামাশা দেখছি, আরও বাড়াবাড়ি করলে কঠিন ও কঠোর হাতে দমন করবো।

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা; সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন; শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জনসভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

ফেনীর তিনটি আসনের বিষয়ে নিজাম হাজারী বলেন, নৌকা দিয়ে প্রধানমন্ত্রী যাকে পাঠাবেন তাকেই নির্বাচিত করার জন্য কাজ করবো।  

রোববার (১ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত জনসভায় অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।


বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।