ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশপ্রেম নিয়ে দেশের সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
‘দেশপ্রেম নিয়ে দেশের সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে’

ঢাকা: দেশপ্রেম নিয়ে সব সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।

রোববার (৮ অক্টোবর) রংপুর শিল্পকলা হলরুমে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর শাখার দ্বি বার্ষিক সম্মেলনে উদ্ধোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল মামুন বলেন, এই দেশ আমাদের সবার, দল মত নির্বিশেষে এ দেশ আমাদের সবার। দেশপ্রেম নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশপ্রেম নিয়ে ছাত্র সমাজকে সব সংকটে ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে ।

দেশের সংকট মুহূর্তে যেভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলছেন সেভাবে আমাদের ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। আগামীদিনে জি এম কাদের দেশের নেতৃত্বে আসলে সাধারণ মানুষসহ সব দলের সবাই নিরাপদ।  

রংপুর মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহাগর জাপার সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হোসেন ইমন নির্বাচিত হন।

এ সময় আরও বক্তব্য রাখেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাপা কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন ও জাহিদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।