ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঢামেকে বিএনপিপন্থী চিকিৎসকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ঢামেকে বিএনপিপন্থী চিকিৎসকদের মানববন্ধন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বাগানগেটে ঝটিকা মানববন্ধন করেছে বিএনপিপন্থী কিছু চিকিৎসকরা।

রোববার (১৫ অক্টোবর) বেলা দুইটার দিকে হাসপাতালের বাগানগেটের ভেতরে ব্যানার নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা কিছু সময়ের জন্য মানববন্ধন করেন।

মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি করা হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে খবর পেয়েছি, অনুমতি ছাড়া বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা মানববন্ধন করছেন। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চিকিৎসকরা মানববন্ধন শেষ করে চলে যান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।