ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে অ্যাডভোকেট মো. সোহরাব হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে জাপা চুয়াডাঙ্গা জেলার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) জাপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার তাসমীন নূর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
সম্মেলনে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা সর্বসম্মতিতে জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি পদে সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলামের নাম প্রস্তাব করেন।
উপরোক্ত প্রস্তাবনার আলোকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসএমএকে/আরবি