ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুর জেলা যুবলীগের নেতৃত্ব লক্ষ্মীন-রনির হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
রংপুর জেলা যুবলীগের নেতৃত্ব লক্ষ্মীন-রনির হাতে

ঢাকা: লক্ষ্মীন চন্দ্ৰ দাসকে সভাপতি ও মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।  

সোমবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ তথ্য জানিয়েছে।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ফজলে রাব্বি সুইট, মামুনুর রসীদ মামুন, মীর সরিফুজ্জামান শিপন, নওসাদ আলম রাজু, কাঞ্চনজ্জামান শাহিন, মাসুদ রানা বিপ্লব, ফারুক হোসেন বাবু, আনোয়ারুল ইসলাম ও রাশেদুল ইসলাম ময়না। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফকরুল হাসান লিউ, শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মো. মাহবুব নাছির টুটুল।

সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নাহিদ হোসেন লিটন ও শামীম সরদার। প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুল ইসলাম গাজী এবং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ কে এম শাফিনুর মমতাজ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।