ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিজ হাতে বেড়ে নেতাকর্মীদের খিচুড়ি খাওয়াচ্ছেন নিপুণ রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
নিজ হাতে বেড়ে নেতাকর্মীদের খিচুড়ি খাওয়াচ্ছেন নিপুণ রায় ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে একদিন আগেই ঢাকার পল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। দলটির আন্দোলনরত নেতাকর্মীদের নিজ হাতে বেড়ে খিচুড়ি খাওয়াচ্ছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

শনিবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়।

নিপুণ রায় সন্ধ্যার দিকে একটি কভার্ডভ্যানে করে কেরানীগঞ্জ থেকে খিচুড়ি রান্না করে দলীয় কার্যালয়ের সামনে আসেন। সেখানে নেতাকর্মীদের নিজে হাতে খিচুড়ি বেড়ে খাওয়ান তিনি।

এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা নিপুণ রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিপুণ রায় একজন অকৃত্রিম নেতা। তিনি সবসময় আমাদের পাশে থাকেন।

কেরানীগঞ্জ থানার যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শরীফ বাংলানিউজকে বলেন, আড়াই থেকে তিন হাজার মানুষের খাবার নিয়ে এসেছি। গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা এ খিচুড়ি নিয়ে এসেছি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩ 
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।