ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিজয়নগর থেকে ছাত্রদল-যুবদলের ৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
বিজয়নগর থেকে ছাত্রদল-যুবদলের ৩ জন গ্রেপ্তার

ঢাকা: ২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেপ্তাররা হলেন- মো. ইব্রাহীম খলিল (৪৯), মো. আনিসুর রহমান (২৩) ও মো. ইসমাইল মিয়াজী (৪২)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, পল্টন থানার নাশকতার মামলার আসামি ছাত্রদল ও যুবদলের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।