ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

১২ প্রতিশ্রুতি নিয়ে কয়রা-পাইকগাছার ভোটারদের দুয়ারে ঘুরছেন সাংবাদিক আনোয়ার আলদীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, অক্টোবর ২১, ২০২৫
১২ প্রতিশ্রুতি নিয়ে কয়রা-পাইকগাছার ভোটারদের দুয়ারে ঘুরছেন সাংবাদিক আনোয়ার আলদীন

খুলনা: দক্ষিনাঞ্চলের উপকূলীয় দুই উপজেলা কয়রা-পাইকগাছার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। এই দুই উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার নিয়ে এই আসনে গণসংযোগ করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন বলেন, কয়রা ও পাইকগাছার মানুষের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা চায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত সমাজ। আমি সেই পরিবর্তনের পথে মানুষের পাশে থাকতে চাই, তাদের স্বপ্নের কয়রা গড়তে কাজ করব।

সিনিয়র এই সাংবাদিক আরও বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই। প্রাকৃতিক দুর্যোগ, বেকারত্ব, চিকিৎসার অপ্রতুলতার পাশাপাশি এখানে রয়েছে মাদক , সন্ত্রাসের অপতৎপরতা। ভালো কাজের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব। সেই লক্ষ্যে ১২ টি প্রতিশ্রুতি পরিকল্পনায় নিয়েছি। সামনের দিনগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে আরও পরিকল্পনা গ্রহণ করা হবে।

১২ টি প্রতিশ্রুতি হলো-

১. কয়রা- পাইকগাছার প্রত্যেকটি গ্রাম, মহল্লার, উপজেলার প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। প্রতিটি গ্রাম, মহল্লার, উপজেলার চিকিৎসা ব্যবস্থা করা হবে হাতের নাগালে। যেখানে গড়ে তোলা হবে আধুনিক হাসপাতাল যেখানে থাকবে বিজ্ঞ ডাক্তার, বিজ্ঞ নার্স, পর্যাপ্ত জরুরী ওষুধপত্র।

২. শিক্ষার পরিবেশ থাকবে শান্তিময়। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বল্প শিক্ষিত এবং শিক্ষাহীন বেকারদের কর্মের ব্যবস্থা করা হবে।

৩. স্থানীয় হাট বাজারের প্রতিটি ব্যবসা এবং ব্যবসায়ীদের সর্বক্ষেত্রে সহযোগিতা করবে সরাসরি সংসদ সদস্য প্রার্থী নিজে।

৪. প্রতিটি গ্রাম মহল্লার কিশোরদের উন্মুক্ত খেলাধুলার নিশ্চিত ব্যবস্থা করা হবে।

৫. প্রতিটি গ্রাম পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার একমাত্র সড়ক পথকে করা হবে প্রশস্ত এবং মসৃণ । রাতের সড়কগুলোকে দেয়া হবে আধুনিক সুযোগ-সুবিধা এবং পুলিশি নিরাপত্তা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

৬. প্রতিটি পাড়া, মহল্লার, উপজেলার শিশু-কিশোরদের জন্য তৈরি করা হবে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা।

৭. গ্রাম এবং উপজেলার সুবিধা বঞ্চিত প্রতিটি বয়স্কদের জন্য গড়ে তোলা হবে নিরাপদ বসত বাড়ি।

৮. জাতীয় বাজেটের বরাদ্দকৃত সমস্ত অনুদান এবং বরাদ্দকৃত অর্থ বন্টন প্রক্রিয়া সুষ্ঠুভাবে কয়রা-পাইকগাছাবাসীর মধ্যে হচ্ছে কিনা সেটার তদারকি সংসদ সদস্য প্রার্থী স্বয়ং নিজে করবেন এবং কেউ যদি কোন ধরনের বণ্টনে অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

৯. গ্রাম মহল্লার উপজেলার প্রতিটি জনগণের যেকোনো ধরনের সমস্যা, পরামর্শ, অভিযোগ দেওয়া এবং নেওয়ার জন্য সংসদ সদস্য প্রার্থীর সরাসরি "হট লাইন নাম্বার" থাকবে যেখানে সংসদ সদস্য প্রার্থী জনসাধারণের সাথে অভিযোগ নিয়ে নিজে কথা বলবেন অথবা তার মনোনীত ব্যক্তি সমস্যা নিয়ে সরাসরি কথা বলবে এবং সমাধান করবেন।

১০. কয়রা এবং পাইকগাছার প্রতিটি নাগরিককে দেওয়া হবে নিশ্চিত সামাজিক নিরাপত্তা।

১১. প্রতিটি পাড়া মহল্লা উপজেলায় পরিবেশ রক্ষায় লাগানো হবে পর্যাপ্ত পরিমাণ ওষুধি গাছ।

১২. কয়রা- পাইকগাছার সম্পূর্ণ সীমানা সর্বদা নিশ্চিদ্র-নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকার প্রশাসন।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ