ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আলফাডাঙ্গায় নড়াইল বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
আলফাডাঙ্গায় নড়াইল বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় নড়াইল বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৪৯), নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামু আলম (৪৮), নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), নড়াইল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরণ মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খিজির আহম্মেদ (৫৮) ও ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)।

ওই ১১ জনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।