ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে ট্রাকে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
বেগমগঞ্জে ট্রাকে আগুন 

নোয়াখালী:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার এলাকায় লক্ষ্মীপুরগামী একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এতে চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।