ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাড়িতে আগুন দেওয়ার সময় বিএনপির ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
গাড়িতে আগুন দেওয়ার সময় বিএনপির ২ জন আটক

ঢাকা: রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রল ও লাইটারসহ বিএনপির দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, দুপুরে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রল, লাইটার ও পুরাতন কাপড়সহ বিএনপির দুজনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩, আপডেট: ১৫২১ ঘণ্টা
পিএম/এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।