ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

কালীপূজাসহ অবরোধের আওতামুক্ত থাকবে যা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
কালীপূজাসহ অবরোধের আওতামুক্ত থাকবে যা

ঢাকা: বিএনপি-জামায়াত ও বেশ কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কালী/ শ্যামাপূজাসহ আরও যেসব বিষয় অবরোধের আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।  

শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো ডাকা সর্বাত্মক এ অবরোধে যা যা আয়তামুক্ত থাকবে: 

(ক) আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
টিএ/ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।