ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে মহিলা দলের তিন নেত্রী গ্রেপ্তার   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
হবিগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে মহিলা দলের তিন নেত্রী গ্রেপ্তার
  

হবিগঞ্জ: নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের তিন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।


 
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।
 
ওসি জানান, বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা ও সুমা আক্তারের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।  

এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেন, মহিলা দলের নেত্রীরা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিলেন। তাদের গ্রেপ্তার করে এ আন্দোলন ঠেকানো যাবে না। আমরা তাদের গ্রেপ্তারের নিন্দা জানাই।
 
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।